নির্বাচন কমিশন দেশবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাছির উদ্দীন।
আজ শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিইসি এ বক্তব্য দেন। বড়ঘোপের উত্তর মগডেইল মৌলভীপাড়া গ্রামে সিইসির স্বজনদের নামে এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত।
নাছির উদ্দীন বলেন, ‘সবার প্রতি নির্দেশ যাতে একটা সুন্দর নির্বাচন হয়। ভোটকেন্দ্রে বাধা প্রদান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না। এসব অপরাধমূলক কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেওয়া হবে না। আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, চট্টগ্রামের ইসলামিয়া তাহফিজুল কোরআন একাডেমির পরিচালক আলিমুল হক চৌধুরী আল আযহারী প্রমুখ।
পরে সিইসি নাছির উদ্দীন পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করে বিকেলে ঢাকার উদ্দেশে কুতুবদিয়া ত্যাগ করেন।