হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ শিবির থেকে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরে অভিযান চালিয়ে মো. জোবায়ের (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএনের দাবি, আটক রোহিঙ্গা যুবক একজন সক্রিয় ডাকাত। গতকাল শনিবার সন্ধ্যা হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত শিবির থেকে তাঁকে আটক করা হয়। আটক যুবক শিবিরের বাসিন্দা নাছিরের ছেলে।

এ সময় ঘটনাস্থল থেকে ৩টি চাপাতি,৪টি বিভিন্ন সাইজের রামদা,২টি ছুরি,১টি হাতুড়ি ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

এপিবিএন-১৬ এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি-ব্লক এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদ পাই। এই সংবাদ পেয়ে এপিবিএন পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ওই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৩টি চাপাতি,৪টি বিভিন্ন সাইজের রামদা,২টি ছুরি,১টি হাতুড়ি ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আটক রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১