কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়। আজ শুক্রবার র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের সদস্যদের নিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শফি উল্লাহ (৪৫) ও নুরুল বশর (৩৮)। তাঁরা বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।