হোম > সারা দেশ > কক্সবাজার

ওয়ার্ড আ. লীগের সম্মেলনে সাবেক চেয়ারম্যানের হামলা, গুলিবিদ্ধ ২

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে নেতা-কর্মীদের কটূক্তি করে বক্তব্যে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলা ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোহাম্মদ ফোরকান (৪৮) ও আবুল কাসেম (৩২)। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সম্মেলন ছিল। উক্ত সম্মেলনে দু-পক্ষের বক্তব্যে দেওয়ার সময় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বিভিন্ন নেতা-কর্মীদের কটূক্তি করে বক্তব্য দেন। এ সময় তৃণমূল নেতা-কর্মীরা তাঁর বক্তব্যের প্রতিবাদ করেন। এতে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে বাচ্চুর অনুসারীরা সিএনজিতে থাকা অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে। এতে তাঁরা গুরুতর আহত হয়।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি জেলা, উপজেলা ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। 

কামরুল হাসান আরও বলেন, সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. নুরুল আলম ও যুগ্ম সম্পাদক ব্রজগোপাল উপস্থিত ছিলেন। তাঁদের সামনে গুলি চালিয়েছে বাচ্চুর লোকজন।

এ ব্যাপারে অভিযুক্ত আহসান উল্লাহ বাচ্চু ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। তবে তাঁর লোকজন গুলি চালাননি বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘গুজব ও ভুয়া খবর ছড়িয়ে আমাকে থামানোর চেষ্টা চলছে।’

এ বিষয়ে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, ‘ঘটনাস্থল দূরে হওয়ায় গুলিবিদ্ধদের হাসপাতালে আনা হচ্ছে। বিষয়টি ওসি স্যারের নলজে আছে। তাঁদের অভিযোগ দিতে বলা হয়েছে। তারপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড