হোম > সারা দেশ > কক্সবাজার

‘বাকিতে সবজি না দেওয়ায়’ মারধর, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বাকিতে সবজি না দেওয়ায় পিটুনিতে আহত সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং বাজারে এ ঘটনা ঘটে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহত সবজি বিক্রেতা মোক্তার আহমদ (৫০) ওই এলাকার কাদির হোছনের ছেলে। একই এলাকার আজিজুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে তিনি বলেন, শনিবার বিকেলে মোক্তার আহমেদের সবজির দোকানে একই এলাকার আজিজুর রহমান সবজি কিনতে যান। বাকিতে সবজি না দেওয়ায় আজিজের সঙ্গে কথা–কাটাকাটি হয়। এতে মোক্তারকে আজিজ বেধড়ক মারধর করেন। রাতে মোক্তার হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে মুহাম্মদ মোস্তফা বলেন, ‘বাকিতে সবজি না দেওয়ায় বাবাকে আজিজ অমানবিকভাবে মারধর করেছেন। এ সময় স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাবাকে বাড়িতে নেওয়া হয়। রাতে বাবার রক্তবমি করেন। পরে অবস্থার অবনতি হলে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’ 
 
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড