হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনে পর্যটক উন্মুক্ত রাখতে গণমিছিল

কক্সবাজার প্রতিনিধি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে দ্বীপের বাসিন্দারা। তারা সেন্ট মার্টিন নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। অন্যথায় দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে আজ বুধবার কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন বাজারে স্থানীয়দের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। শেষে গণমিছিল বের করা হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলম, আবদুর রহমান, ব্যবসায়ী মাহবুব আলম, নাসির উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, দ্বীপের মানুষের আয়-রোজগার পর্যটকনির্ভর। ফলে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত না রাখলে সকল প্রকার নৌযান বন্ধসহ দ্বীপে অবরোধ পালন করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় দ্বীপে পর্যটক সীমিত করার কথা জানান। তিনি বলেন, আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দৈনিক দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবেন। এ ছাড়া নভেম্বর মাসে পর্যটক যেতে পারলেও, কেউ রাত যাপন করতে পারবেন না। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পরিচ্ছন্নতা অভিযান থাকে, ফলে সে সময় কোনো পর্যটক যেতে পারবেন না।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড