হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পূর্বশত্রুতার জের ধরে এক রোহিঙ্গা যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ১৩ নম্বর ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় রোহিঙ্গা নেতারা জানান, নিহত রোহিঙ্গা যুবকের নাম মো. নুর হাকিম (৩৫)। তিনি ওই আশ্রয়শিবিরের মো. নুর ইসলামের ছেলে। তাঁর সঙ্গে ব্লক ওয়ান-ই এর মো. শহীদুল্লাহর বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার ফজলে রাব্বি জানান, ক্যাম্পে একটি দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা হাতুড়ি দিয়ে নুর হাকিমকে আঘাত করেন শহীদুল্লাহ। আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন