হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ আগুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আজ রোববার বিকেল ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় প্রশাসন ও সেখানে বসবাসরত স্থানীয় ও রোহিঙ্গারা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার, আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত আছে।’

আগুন লাগার পরপরই নিরাপদ আশ্রয়ে যেতে ছোটাছুটি শুরু করেন ওই ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। প্রত্যক্ষদর্শী ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন বলেন, ‘আগুন দেখার পর পরিবার পরিজন নিয়ে আমরা বেরিয়ে এসেছি, আল্লাহ আমাদের রক্ষা করুক।’

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮  এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, উখিয়া টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৮টি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৬ নম্বর ক্যাম্পের জি ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

উল্লেখ্য, চলতি মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। সে ঘটনায় হতাহত না হলেও পুড়ে যায় ৭০ শয্যাসহ হাসপাতালটি। এতে আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। 

এ ছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় ১০ হাজারের বেশি ঘর পুড়ে যায়। ১১ জনের প্রাণহানি ঘটে। ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা