হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রিমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রিমা আক্তার মোহাম্মদ বাহাদুরের স্ত্রী। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে বলে জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির শোয়ার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় রিমা আক্তারের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেলেও প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামীম হোসেন।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য অলি আহমদ বলেন, রিমা আক্তার ও তাঁর স্বামী মোহাম্মদ বাহাদুরের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালেও তাঁদের ঝগড়া হয়। এর জেরে সকালে কোনো এক সময় রিমা আক্তার আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক