হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরে অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে জি-থ্রি রাইফেল, গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যলভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে। 
 
আটক নুরুল ইসলাম (৪৫) তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের গুলা হোসেনের ছেলে। তাঁকে আটকের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমির জাফর। 

আমির জাফর বলেন, আজ শুক্রবার ভোরে উখিয়ার তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে কতিপয় সশস্ত্র ব্যক্তি অবস্থান করার খবরে এপিবিএনের একটি দল অভিযানে যায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক চার-পাঁচ ব্যক্তি এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। 

আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে গোপন একটি আস্তানায় তল্লাশি চালিয়ে বিদেশি একটি জি-৩ রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয় বলে জানান এপিবিএনের অধিনায়ক। 

আমির জাফর বলেন, ‘আটক নুরুল ইসলাম মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে।’

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১