হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে ১০ মাঝি মাল্লাসহ ট্রলারডুবি, নিখোঁজ ২

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বঙ্গোপসাগরে ১০ মাঝি, মাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তাঁদের মধ্যে আটজন আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ রয়েছেন।

গতকাল বুধবার রাত ৩টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে লাসপাতায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া মাঝি মো. আলম উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যারপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদ ছেলে ও মাল্লা মঈনুদ্দিন একই গ্রামের রাহামত উল্লাহর ছেলে।

ট্রলারমালিক মো. শাহজাহান বলেন, গত সোমবার সকালে ১০ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায় ট্রলারটি। গতকাল মাছ ধরা শেষে তীরে রওনা দেয়। পথে লাসপাতা নামক স্থানে অন্য ট্রলারের পাতানো জালে আটকে ট্রলারটি ডুবে যায়। আটজনকে দেলোয়ারের মালিকানাধীন ট্রলার উদ্ধার করলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া আটজনসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে। নিখোঁজ দুজনের সন্ধানে কয়েকটি ট্রলার সমুদ্রে কাজ করছে বলেও জানান শাহজাহান।

উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইমরুল ফারুক বলেন, চুল্লারপাড়া গ্রামের শাহাজাহানের মালিকানাধীন ট্রলার ডুবে দুজন নিখোঁজ রয়েছেন। বাকি আটজনসহ ট্রলারটি রাতে কুতুবদিয়ার তীরে পৌঁছাবে।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলারডুবির বিষয়টি বোটের মালিক জানিয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়েছে। পুলিশও খোঁজ রাখছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১