হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ যুবকের নাম এনামুল হাসান (৩৭)। এ ঘটনায় আবু সৈয়দ আব্দুল্লাহ (৩৮) নামের আরেক রোহিঙ্গাকে অপহরণ করা হয়েছে। 

গতকাল রোববার রাত নয়টার দিকে উখিয়া উপজেলার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকে রোহিঙ্গা আবু সৈয়দ আব্দুল্লাহর বাড়িতে ঘটনাটি ঘটে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন তথ্যটি নিশ্চিত করেছে। 

 ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক জানান, ওই ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে কথিত আরসা নামধারী আল-ইয়াকীন নেতা জোবায়ের (৩০) ওরফে কালা জোবায়েরের নেতৃত্বে ৫০ / ৬০ জন রোহিঙ্গা সন্ত্রাসী আবু সৈয়দ আব্দুল্লাহকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এনামুল বাধা দেয়। এ সময় এনামুলের বাম পায়ে হাঁটুর নিচে গুলি করা হয়। 

স্থানীয়দের বরাত দিয়ে এসপি নাইম জানান, তিনটি গুলি শব্দ শোনা গেছে। খবর পেয়ে এপিবিএন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। গুলিবিদ্ধ এনামুলকে কুতুপালং রোহিঙ্গা শিবিরে অবস্থিত তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। আর অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। 

এসপি নাইম আরও বলেন, কথিত আরসা নামধারী আলইয়াকীন এবং নতুনভাবে সংগঠিত হতে যাওয়া আরএসও’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। 

জানা গেছে, অপহৃত রোহিঙ্গা আবু সৈয়দ আব্দুল্লাহ একজন আরএসও নেতা এবং এনামুল হাসান তাঁর সমর্থক। 
  

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত