কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে ডুবোচরে পর্যটকবাহী জাহাজ এম ভি গ্রিন লাইন-১ আটকে পড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল জাহাজ থেকে ৪৪ জনকে উদ্ধার করে। আজ রোববার শাহপরীর দ্বীপের সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার বেলা সাড়ে ১১টায় সেন্ট মার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়।
খবর পেয়ে কোস্ট গার্ড সেন্ট মার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে। পরে তাদের নিরাপদে সেন্ট মার্টিন নিয়ে যাওয়া হয়।’ এ সময় সেন্ট মার্টিন নোঙরে অবস্থানরত কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ ‘কামরুজ্জামান’ এ পর্যটকদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয় বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আটকা পড়া পর্যটকেরা সেন্ট মার্টিন পৌঁছেছে। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।