হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ জোবায়ের (২৮) নামের এক রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত মোহাম্মদ জোবায়ের ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, রাতে মোহাম্মদ জোবায়ের নিজের বাসার পাশে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় কিছু দুর্বৃত্ত আশপাশের পাহাড়ে অবস্থান করে। ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে।

ওসি গিয়াস উদ্দিন বলেন, কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানতে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে