হোম > সারা দেশ > কক্সবাজার

জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক কারওই কল ধরেন না তিনি 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাংবাদিকসহ অধিকাংশের কল ধরেন না তিনি। সরকারি ফোন নম্বরে কেউ কল দিলে সহজেই কল রিসিভ করেন না। বিষয়টি উপজেলার প্রায় সকলেরই জানা হয়ে গেছে। এ অভিযোগ উঠেছে কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণির বিরুদ্ধে। 

কেউ একাধিকবার কল দিলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফোন না ধরার কারণে চরম ব্যাহত হচ্ছে থানার কার্যক্রম। এ ছাড়া সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন থানায় আসা সেবা প্রত্যাশীরা।

তবে, তথ্য পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকেরা সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ তুলেছেন জেলা ও উপজেলার একাধিক সংবাদকর্মী। 

ওসি ফোনকল রিসিভ না করার বিষয়ে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ‘ওসি ফোন রিসিভ না করার বিষয়ে আমি অবগত নই। কেউ অভিযোগ দেয়নি। তবে আমি এ বিষয়ে তাঁর কাছে আজই জানতে চাইব।’ 

চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক বলেন, ‘ওসির পদটি খুবই গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল। প্রত্যেক থানার ওসির পদের অনুকূলে পুলিশ সদর দপ্তর থেকে একটি সরকারি ফোন নম্বর বরাদ্দ দেওয়া হয়। ওই নম্বরে অতি জরুরি যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করে থাকে।’ 

ফোনকল না ধরার কারণে তথ্য পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ওসি সাহেবকে একাধিকবার ফোনে কল দিলেও সাড়া দেন না। একাধিকবার কল দিলে লাইন কেটে দেন। এতে সাংবাদিকেরা তথ্য বিভ্রাটে পড়ছেন। বিষয়টি দুঃখজনক।’ 

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া উপজেলা কমিটির সদস্য জিয়া উদ্দিন বলেন, ‘ওসির পদটি গুরুত্বপূর্ণ পদ। কোনো নাগরিক বিপদে পড়লে থানার আশ্রয় নেন। কিন্তু খোদ ওসিই যদি ফোন রিসিভ না করেন এর দায় কে নেবে!’ 

ফোন কল না ধরার বিষয়ে আজ বুধবার বেলা ১টা ৪৯ মিনিটে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণিকে ফোন করা হয়। তিনি একইভাবে ফোনের লাইন কেটে দেন। 

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশের সরকারি ফোন নম্বরে মূলত সেবা প্রত্যাশীরা ফোন করে থাকেন। যদি তিনি ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে না পারেন, তাহলে পরে কল ব্যাক করতে পারেন। এ বিষয়ে তাঁকে আরও দায়িত্বশীল হতে বলা হবে।’ 

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা