হোম > সারা দেশ > কক্সবাজার

সাবেক ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি

কক্সবাজার প্রতিনিধি

সাবেক ওসি প্রদীপ। ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসি কার্যকর ও তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলা চত্বর থেকে মিছিল বের করে টেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে টেকনাফ থানার সামনে প্রেসক্লাবে গিয়ে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধন শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম, রবিউল হাসান মামুন, সাইফুল ইকবাল, জুবায়ের আজিজ প্রমুখ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, হাসিনা সরকারের সহযোগিতায় মাদক প্রতিরোধের নামে টেকনাফের প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। অথচ মাদকের পৃষ্ঠপোষকেরা রেহাই পেয়েছে। স্বজনহারা লোকজনের আর্তনাদ টেকনাফের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে সাধারণ মানুষ।

২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টায় টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। আলোচিত এই হত্যাকাণ্ডে ২০২২ সালে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসির রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

কক্সবাজারে হলো এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন

কক্সবাজারে বিউটি সেলুন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১০ মাস পর সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু, তিন জাহাজে গেলেন ১২০০ পর্যটক

৬ শিশু-কিশোরকে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা, কৌশলে ফিরে এল দুজন

কক্সবাজারে মাদক পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে চকরিয়ায় অবরোধ, দীর্ঘ যানজট

বিএনপির ঘাঁটি দখলে মরিয়া জামায়াত

টেকনাফে জেলের জালে ৪ মণ ওজনের ভোল মাছ

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা রেখে পালিয়েছে কারবারিরা

চকরিয়ায় ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ, পুলিশ থেকে ছিনিয়ে নিয়ে ভাতিজাকে মারধর