হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বনে লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংরক্ষিত বনের ভেতর লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত নারীর নাম জমিলা বেগম (৩৬)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা গ্রামের শাহ আলমের স্ত্রী। 

স্থানীয় ও মৃত নারীর পরিবার জানায়, আজ মঙ্গলবার সকালে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের সেগুন বাগান এলাকায় লাকড়ি কুড়াতে যান জমিলা বেগম। বনের ভেতর লাকড়ি কুড়ানোর সময় একটি বন্য হাতির সামনে পড়েন তিনি। হাতিটি তাঁকে আক্রমণ করে শুঁড়ে তুলে আছাড় মেরে চলে যায়। খবর পেয়ে জমিরার পরিবার ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘হাতির আক্রমণে মৃতের পরিবার আবেদন করলে ক্ষতিপূরণ পেতে পারেন। ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য বন্য হাতির আবাসস্থল হিসেবে পরিচিত। এ বনাঞ্চলে প্রবেশ করলে বন্য প্রাণীর আক্রমণ হতে পারে। বনের পাশে বাস করা লোকজন নিয়ে এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক সভা করা হয়।’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল