হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রামু (কক্সবাজার) প্রতিনিধি

পর্যটনের পাশাপাশি কক্সবাজার হবে প্রযুক্তির ক্ষেত্রে উদ্যোক্তা তৈরির একটি নতুন গন্তব্য। আজ শনিবার সকালে দক্ষিণ মিঠাছড়ি রামুতে ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জুনাইদ আহমেদ পলক বলেন, ‘১৩ বছর আগে ডিজিটাল অর্থনীতির আকার ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার। আর বর্তমানে তা ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন ডলার এবং প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি খাতে কর্মসংস্থান ৩০ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।’

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘জেলার তরুণ-তরুণীরা শুধু একটি ল্যাপটপ নিয়েই এই আইটি পার্ক থেকে বড় বড় কোম্পানিতে কাজ করে আউটসোর্সিং করে ডলার ইনকাম করতে পারবে। প্রতিবছর সরাসরি এই আইটি পার্কে ৩ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এ ছাড়া প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আরও ১ হাজার তরুণ-তরুণীর। 

অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ‘আমাদের দুর্ভোগ লাঘব হবে, আমরা এর অপেক্ষায় আছি।’ 

জানা গেছে, ১৫০ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা এবং তাঁর পাশে একটি আবাসনের জন্য একটি তিনতলাবিশিষ্ট ভবন থাকবে। আগামী দুই বছরের মধ্যে পরিপূর্ণ অবকাঠামো তৈরি হবে বলে জানান বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ। 

অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্কের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড