হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার কারাগারে মোহাম্মদ রফিক নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

হাজতি মোহাম্মদ রফিক (২৮) মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে ছিলেন। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। 

কারাগারের জেল সুপার মো. শাহ আলম হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেল সুপার আজকের পত্রিকাকে বলেন, টেকনাফ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মোহাম্মদ রফিক গত এক বছর ধরে জেলা কারাগারে ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁর অসুস্থতার খবরে সংশ্লিষ্টরা কারাগারের হাসপাতালে ভর্তি করেন। 

এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে কারাগার কর্তৃপক্ষ রফিককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মো. শাহ আলম আরও বলেন, মৃত হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপর লাশ স্বজনদের হস্তান্তর করা হবে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত