হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার কারাগারে মোহাম্মদ রফিক নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

হাজতি মোহাম্মদ রফিক (২৮) মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে ছিলেন। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। 

কারাগারের জেল সুপার মো. শাহ আলম হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেল সুপার আজকের পত্রিকাকে বলেন, টেকনাফ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মোহাম্মদ রফিক গত এক বছর ধরে জেলা কারাগারে ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁর অসুস্থতার খবরে সংশ্লিষ্টরা কারাগারের হাসপাতালে ভর্তি করেন। 

এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে কারাগার কর্তৃপক্ষ রফিককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মো. শাহ আলম আরও বলেন, মৃত হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপর লাশ স্বজনদের হস্তান্তর করা হবে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে