কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ শাহজাহান (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের উলুবনিয়া গ্রামে হোল্ডার লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
শাহজাহান উলুবনিয়া গ্রামের মোহাম্মদ আলতাফ আহমদের ছেলে। তিনি খুটাখালী তমিজিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, 'আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে রান্নাঘরের বাল্বের হোল্ডার লাগানোর সময় শাহজাহান বিদ্যুতায়িত হয়। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করে।'