কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় একটি ওয়ান শুটার গান ও একটি গুলি জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফোরকান (২৩), এনাম উল্যাহ (২৩), এবাদ উল্যাহ (২৫), আরিফ উল্যাহ (৩০), মোহাম্মদ জুবায়ের (২৯) ও বি রহমান (৩৪)। তাঁরা ক্যাম্প ৮ ও ৯-এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
ফারুক আহমেদ জানান, গতকাল ভোরে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্যাম্পে অবস্থান করছেন—এমন খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। এতে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ফাইভ মার্ডারের ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলেই মামলা রেকর্ড করা হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।