হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৪) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে শহরের প্রধান সড়কের আলী জাহানের সাবমেরিন স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকারপাড়ার আনসার উল্লাহর ছেলে।

নিহতের মামা ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁর ভাগনে মিজান ও তিনি শহরে ইজিবাইক চালান। শনিবার রাত ১০টার দিকে শহরের ভোলা বাবুর পেট্রলপাম্প থেকে তাঁরা ফিরছিলেন। পথে যাত্রী নেমে যায়। এরপর সদর উপজেলা গেটে ইজিবাইক গ্যারেজে রাখার উদ্দেশ্যে রওনা হন। সাবমেরিন স্টেশন এলাকায় পৌঁছালে পাঁচ যুবক ইজিবাইকের গতি রোধ করে মিজানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মিজান একজনকে ধরে ফেলেন। তখন অন্যরা মিজানকে ছুরিকাঘাত করে। আহত মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড