হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

পুলিশের হাতে গ্রেপ্তার শওকত হাসান মেহেদী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর বাবা আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি করেন। তিনি চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদ্রাসা গ্রামের বাসিন্দা এবং একুশে সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তুহি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে পাঁচজনের নামে মামলা করেছেন। মামলার প্রধান আসামি মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমুল্লাহপাড়ার আবুল হাশেমের ছেলে শওকত হাসান মেহেদী (২২), তাঁর মা মমতাজ (৪২), বাবা আবুল হাশেম, মেয়ে সুমাইয়া আক্তার (২০) এবং একই এলাকার আব্দুল হাকিম (৫৫)।

পুলিশ জানিয়েছে, ঘটনার আট ঘণ্টা পর বান্দরবানের লামা উপজেলা থেকে মামলার ১ নম্বর আসামি শওকত হাসান মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে