কক্সবাজারে টেকনাফে ১টি লম্বা বন্দুক ও ৪টি এক নলা বন্দুকসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার ভোর সাড়ে ৬টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড়ের জুম্মাপাড়া থেকে ওই সব উদ্ধার করা হয়। তাঁরা টেকনাফের সক্রিয় ডাকাতদল ফরিদের আলম গ্রুপের সদস্য বলে দাবি করেছেন র্যাব ১৫।
আটককৃতরা হলেন, কামাল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২০) ও কালামিয়ার ছেলে মো. ঈসমাইল (২৫)। তাঁরা দুজনেই হ্নীলা ইউপি’র ৭ নং ওয়ার্ডের রঙ্গীখালীর জুম্মাপাড়ার বাসিন্দা।
শেখ সাদি আরও বলেন, গোপন সংবাদে জুম্মাপাড়ায় ফরিদুল আলম গ্রুপ অবস্থান করছে খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযানে যায়। ওই সময়ে র্যাবের উপস্থিতি টের ৮ / ১০ জন পালিয়ে গেলেও দুজনকে অস্ত্রসহ আটক করা হয়।
র্যাব ১৫ এর মেজর মেহেদি হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা না থাকলেও অনেকগুলো অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া তাঁদের আত্মীয় ও স্বজন এবং তাঁদের ডাকাত দল ফরিদুল আলম গ্রুপের বিরুদ্ধে ১০ এর অধিক মামলা রয়েছে।