হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে হোটেল থেকে আ.লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ বলছে, গতকাল বিকেলে তিনি একজন পাঞ্জাবি পরা ব্যক্তির সঙ্গে হোটেলে উঠেছিলেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে ‘সানমুন’ আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পড়ে ছিল।

নিহত ব্যক্তির নাম সাইফ উদ্দিন (৪৩)। তিনি পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। সাঈফ শহরের ঘোনার পাড়া এলাকার আবুল বাশারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিঃসন্দেহে এটি হত্যাকাণ্ড। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে সিআইডি ও পুলিশের একাধিক টিম কাজ করছে। 

ওই হোটেলের ব্যবস্থাপক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার বিকেল ৫টার দিকে সাইফ উদ্দিন হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে পাঞ্জাবি পরা একজন লোক ছিলেন। 

নিহত আ.লীগ নেতার মামা সরওয়ার আলম বলেন, ‘আমরা সন্দেহ করছি রাজনৈতিক কারণে তাঁকে দুর্বৃত্তরা খুন করতে পারে।’ 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেছে।’

ওসি আরও বলেন, কে বা কারা তাঁকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিচার চেয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে ক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ করেছেন।

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২