হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে হোটেল থেকে আ.লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ বলছে, গতকাল বিকেলে তিনি একজন পাঞ্জাবি পরা ব্যক্তির সঙ্গে হোটেলে উঠেছিলেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে ‘সানমুন’ আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পড়ে ছিল।

নিহত ব্যক্তির নাম সাইফ উদ্দিন (৪৩)। তিনি পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। সাঈফ শহরের ঘোনার পাড়া এলাকার আবুল বাশারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিঃসন্দেহে এটি হত্যাকাণ্ড। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে সিআইডি ও পুলিশের একাধিক টিম কাজ করছে। 

ওই হোটেলের ব্যবস্থাপক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার বিকেল ৫টার দিকে সাইফ উদ্দিন হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে পাঞ্জাবি পরা একজন লোক ছিলেন। 

নিহত আ.লীগ নেতার মামা সরওয়ার আলম বলেন, ‘আমরা সন্দেহ করছি রাজনৈতিক কারণে তাঁকে দুর্বৃত্তরা খুন করতে পারে।’ 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেছে।’

ওসি আরও বলেন, কে বা কারা তাঁকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিচার চেয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে ক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ করেছেন।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড