হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে নিজ বাড়িতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাওনা টাকার জেরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের ভাইয়ের দাবি, স্থানীয় এক ইউপি সদস্য নিজের স্বার্থ হাসিলের জন্য উসকানি দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। আজ শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায়। নিহতের নাম—মোহাম্মদ জুবায়ের (২২)। তিনি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে এবং পেশায় একজন দরজি শ্রমিক ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগে মোহাম্মদ জোবায়েরের ওপর হামলা হয়। এতে জোবায়ের গুলিবিদ্ধ হন। তাঁকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তাঁর মৃত্যু হয়। 
 
স্বজনদের বরাতে তিনি বলেন, স্থানীয় মো. কায়েসের দোকান থেকে বাকিতে মোহাম্মদ জুবায়ের কিছু মালামাল কিনছিলেন। এ নিয়ে বুধবার উভয়ের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে ওই বিরোধের মীমাংসা হয়। 

ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

এ দিকে নিহতের বড় ভাই আব্দুস সাত্তার বলেন, ‘দোকানদার কায়েসের মামা নজমুদ্দিনের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় কোনো ধরনের উসকানি ছাড়া কয়েকজন লোক জুবায়ের বাড়িতে হামলা চালায়। এ সময় জুবায়েরকে লক্ষ্যে করে গুলি ছুড়লে জুবায়েরের মাথায় দুটি গুলি লাগে। পরে পালিয়ে যায় তারা।’ 

আব্দুস সাত্তারের দাবি, কায়েসের সঙ্গে বিরোধের বিষয়টি কাজে লাগিয়ে স্থানীয় মেম্বার পুনরায় ইন্ধন দিয়ে নজুমুদ্দিনকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মালিকানাধীন একখণ্ড জমি দখলের চেষ্টা চালাচ্ছেন ইউপি সদস্য এনামুল হক। 

নিহতের নিকটাত্মীয় ও প্রতিবেশী রবিউল আলম বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য এনামুল হকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় জমি জবরদখল, মাদক পাচার ও সাগরে দস্যুতাসহ নানা অপরাধে জড়িত। কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস করে না।’ 
 
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা