হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্ত থেকে বদর আলী নামের এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর স্কুলপাড়া মাঠ থেকে বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদর আলী ওই এলাকার করিম আলীর ছেলে। তিনিসহ কয়েকজন আজ সকাল ৯টার দিকে সীমান্তের দিক থেকে ফিরছিলেন। এ সময় বদর আলীকে এক বিএসএফ সদস্য ধরে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তিনিও তাঁকে পাল্টা আঘাত করে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় আরও কয়েকজন বিএসএফ সদস্য বদর আলীকে ধরে নিয়ে যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটকের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তবে কী কারণে বিএসএফ বদর আলীকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘ঘটনাটি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা বদর আলীকে আটকে রেখেছে বলে জানিয়েছে। আমরা এরই মধ্যে পতাকা বৈঠকে আহ্বান জানিয়েছি। তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।’

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সোনা চোরাচালান: অপহৃত পাঁচজন ২৩ দিন পর উদ্ধার, একজনের ৪ আঙুল কাটা

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার

সোনা চোরাচালান: ৫ জনকে অপহরণের মামলায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

অন্ধত্বের আঁধার পেরিয়ে আলোর মশাল হয়ে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মঙ্গল মিয়া

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা সীমান্তে ৩১ জনকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

২৭ লাখ টাকার সোনার বার ও মোটরসাইকেলসহ আটক ১

চুয়াডাঙ্গা হাসপাতাল: অস্ত্রোপচারে মাসের অপেক্ষা