হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ২ জনের মৃত্যু, আহত ৬ 

ফেনী প্রতিনিধি

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারীসহ চালক নিহত হয়েছেন। এ সময় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ শনিবার সকালে সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল। 

নিহতেরা হলেন—চালক ইমাম হোসেন রিপন (২৩)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদ পুর গ্রামের আবদুল মতিন বাবুল মিয়ার ছেলে। অপরজন হলেন জান্নাতুল ফেরদৌস (৩৬)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার সেবারহাট এলাকার গোবিন্দ পুর গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মাইক্রোবাসটি বেলাল হোসেন নামে কুয়েত প্রবাসী এক যাত্রীকে নিয়ে ঢাকা থেকে দাগনভূঞা উপজেলার সেবারহাট এলাকার গোবিন্দপুর গ্রামে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। এতে ঘটনাস্থলেই চালক ইমাম হোসেন রিপনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক নারীর মৃত্যু হয়। আহত সকলের অবস্থা আশঙ্কাজনক। 

ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহতেরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা