হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে যুবলীগ নেতা নিখোঁজ, চলছে অঘোষিত অবরোধ 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইউনিয়ন যুবলীগ নেতাকে উদ্ধারের দাবিতে অঘোষিত অবরোধ চলছে। যুবলীগ নেতা ও ঠিকাদার মো. ইমান হোসেন (২৮) নিখোঁজের ৩৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান না পাওয়ায় এ অবরোধ দেওয়া হয়। 

আজ সোমবার সকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছে। কিন্তু এর আগেই অঘোষিতভাবে দোকানপাট বন্ধ ও উপজেলায় সকল যানবাহন বন্ধ করে অবরোধ পালন করে তারা। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে তারা। 

পুলিশ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে জানা গেছে, উপজেলার ৪ নম্বর তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. রমিজ মিয়ার জ্যেষ্ঠ ছেলে মো. ইমান হোসেন গত ১ জানুয়ারি সন্ধ্যা রাতে নিখোঁজ হন। রোববার সকালে বাড়ির অদূরে গহিন জঙ্গল থেকে নিখোঁজ ইমনের ব্যবহৃত মোটর সাইকেলসহ অপহরণের কাজে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। এ ঘটনার দীর্ঘ ৩৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সোমবার সকাল ১০টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত ইমানকে উদ্ধার করতে পারেনি। এ জন্য উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগ।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করেছেন। এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম জানান, যুবলীগ নেতা নিখোঁজের পর মৌখিক খবর পেয়েই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। এ বিষয়ে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। 

চট্টগ্রাম-৪ আসন: প্রার্থী ৯ জন, লড়াই দুজনের

চট্টগ্রাম বন্দর: সতর্কবার্তার পরও শ্রমিকের কর্মবিরতি

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন