হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিকের সম্পত্তি হিসেবে থাকবে: মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উইন্টার কার্নিভাল অনুষ্ঠানে মেয়র। ছবি: আজকের পত্রিকা

সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দখলমুক্ত হওয়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বৈধ সম্পত্তি হিসেবেই থাকবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ বুধবার চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উইন্টার কার্নিভাল ও পৌষপার্বণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, স্থাপত্য, গণিত ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেয়র বলেন, ‘২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনেই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৬ সালের পরে রাজনৈতিক বিভিন্ন কারণে এটি সিটি করপোরেশন থেকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। আমি বলতে চাই, এটি অবশ্যই জনগণের সম্পত্তি।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনে আজ আমি মেয়র হয়েছি। আগামীতে জনগণ আমাকে ভোট না দিলে আমি মেয়র না-ও থাকতে পারি, আরেকজন মেয়র থাকবে। কিন্তু সম্পত্তিটা অবশ্যই সিটি করপোরেশনের থাকবে। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি কখনোই হতে পারে না। সিটি করপোরেশনের বৈধ সম্পত্তি প্রিমিয়ার ইউনিভার্সিটি। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলশ্রুতিতে আজ সিটি করপোরেশন প্রিমিয়ার ইউনিভার্সিটি ফেরত পেয়েছে। আন্দোলনে যারা শরিক ছিল, তাদের আমি অভিনন্দন জানাই।’ এ সময় বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মেয়র।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা দাশগুপ্তা ও শাহরিয়ার আবরার এবং গণিত বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন–প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম রনি প্রমুখ।

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি