হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১৬ জেলের কারাদণ্ড

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাওয়ার সময় ১৭ জেলেকে গ্রেপ্তার ও মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে ১৬ জনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একজন শিশু হওয়ায় ছেড়ে দেওয়া হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করে আসছি। ২ নভেম্বর পর্যন্ত আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।’ 

আজ বিকেলে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাশে মেঘনা নদী থেকে ট্রলারটি ১৭ জনকে আটক করা হয়। এমভি ফাইজা নামের মাছ ধরার ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন উপজেলার মো. শরিফ। 

এ বিষয়ে কোস্টগার্ড জানায়, প্রতিদিনের ন্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরীর নেতৃত্বে নদীতে অভিযানে যায় কোস্টগার্ডের একটি দল। এ সময় একটি ট্রলার তাঁদের পাশ দিয়ে দ্রুত গতিতে সাগরের দিকে যাওয়ার সময় গতিরোধ করে থামানো হয়। পরে তল্লাশি করে ট্রলারের মধ্যে জাল ও বরফ পাওয়া যায়। তাঁরা নিষেধাজ্ঞার মধ্যে সাগরে গিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে। 

পরে ১৭ জেলেসহ ট্রলারটি আটক করে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন তমরদ্দিতে নিয়ে আসা হয়। সন্ধ্যায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে ইউএনও সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানায় কোস্টগার্ড।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫