চট্টগ্রামে খুলশীতে ১২ বছর আগে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামি স্বামী মোহাম্মদ হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালত আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লা চান্দিনা থানার নুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালে ৭ জুলাই খুলশী থানাধীন ঝাউতলা কলোনিতে পারিবারিক কলহের জেরে আমেনা বেগম নামে এক গৃহবধূকে নিজ বাসায় পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ওই দিনই নিহতের বোন বুলু বেগম বাদী হয়ে খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় নিহতের স্বামী মোহাম্মদ হোসেন ও তাঁর বোন তাসলিমাকে। ২০১১ সালে ফেব্রুয়ারিতে খুলশী থানা-পুলিশ তাসলিমাকে বাদ দিয়ে মোহাম্মদ হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার দায়রা আদালত এই হত্যা মামলায় রায় দেন।