ঋণখেলাপি মামলায় ইলিয়াস ব্রাদার্সের তিন পরিচালককে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ জুলাই) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ইলিয়াছ ব্রাদার্সের চেয়ারম্যান মো. নুরুল আবছার, ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম এবং পরিচালক মো. নুরুল আলম।
ঋণ নিয়ে পরিশোধ না করায় অগ্রণী ব্যাংক আগ্রাবাদ শাখা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ইলিয়াছ ব্রাদার্সের কাছে ব্যাংটির ঋণ ৬৬৮ কোটি টাকা।
আদালত সূত্রে জানা যায়, ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০১২ সালে ইলিয়াছ ব্রাদার্সের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০১৫ সালে ৬ কিস্তিতে ঋণের টাকা পরিশোধের শর্তে ডিক্রি দেয় আদালত। এরপরও ঋণের টাকা পরিশোধ না করায় ২০১৫ সালে জারি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। ওই জারি মামলায় সম্প্রতি দায়িকগণের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ প্রদান করার আবেদন করে বাদী পক্ষ। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত তিনজনকে পাঁচ মাসের কারাদণ্ড (দেওয়ানি আটকাদেশ) দেন।