হোম > সারা দেশ > বান্দরবান

লামায় নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের তিন দিন পর মংম্রাছিং মার্মা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

আজ রোববার সকাল ৭টার দিকে নদীর বমু বিলছড়ি ব্রিজসংলগ্ন হাবিব সওদাগরের বাড়ির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গত শুক্রবার দুপুরে পূর্বপাড়া এলাকা থেকে নদী পারাপারের সময় নিখোঁজ হন মংম্রাছিং মার্মা। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের টেস্সর ঝিরি গ্রামের বাসিন্দা উথোয়াই প্রু মার্মার ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মাতামুহুরী নদীর পূর্বপাড়া হয়ে সাঁতার কেটে বাড়িতে যাওয়ার সময় মংম্রাছিং পানির স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ সকালে মংম্রাছিং মার্মার মরদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহটি উদ্ধার করে চকরিয়া থানার পুলিশে হস্তান্তর করেন। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাস্থল চকরিয়া উপজেলায় হওয়ায় মরদেহ উদ্ধারের পর চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড