হোম > সারা দেশ > চাঁদপুর

রাতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, পরদিন মিলল লাশ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মাছ ধরতে বের হয়েছিলেন তিনি। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি জলাবদ্ধ স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত মো. সজিব (২৩) উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের মো. আব্বাস ব্যাপারীর ছেলে। 

সজিবের বাবা মো. আব্বাস ব্পাযারী বলেন, তাঁর ছেলের আগে মৃগীরোগ ছিল, বছরখানেক আগে সে ভালো হয়ে যায়। ছয় মাস আগে তাঁর বিয়ে হয়েছে। যখন যে কাজ পেত সেই কাজই করত সে। গত কয়েক দিন বৃষ্টি হওয়ার কারণে রাতে মাছ শিকার করেছে। গতকাল রাতেও মাছ শিকারে গিয়ে আর ফিরে আসেনি সে। 

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টির কারণে ওই গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সজিব গত কয়েক দিন রাতে মাছ শিকার করতে যায়। প্রতিদিন মাছ শিকার করে চলে এলেও গতকাল তিনি আর ফিরে আসেননি। 

আজ সকালে স্থানীয়সহ তাঁর পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে একটু দূরে কাতারপ্রবাসীর স্ত্রী নিপা আক্তার নামে এক গৃহবধূ সজিবের মরদেহ পুকুরের পাশে ভাসতে দেখে চিৎকার দিলে ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন স্বজনেরা। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজিবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সজিব মৃগীরোগী ছিলেন। তাঁর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার