চট্টগ্রামে ছিনতাইকারীদের গুলিতে যুবক নিহতের ঘটনায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার মো. জসিম উদ্দিন ও মো. হাসান এবং কুমিল্লা জেলার বাসিন্দা মো. খোরশেদ আলম।
ট্রাইব্যুনালের কৌঁসুলি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রায়ের সময় দুই আসামি উপস্থিত ছিলেন। পলাতক খোরশেদ আলমের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।’
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০০ সালে ৬ জানুয়ারি নগরের কোতোয়ালি থানাধীন কোরবানিগঞ্জ রোডে দণ্ডপ্রাপ্ত আসামিরা ছিনতাইয়ের সময় গুলি করলে ছালেহ নুর নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় ওই দিনই কোতোয়ালি থানায় দণ্ডবিধি ৩৯৪ ও ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। ২০০২ সালে ২৭ জুন তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় কোতোয়ালি থানার পুলিশ। এ মামলায় ১৬ জনের সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ ট্রাইব্যুনালের বিচারক মামলার এ রায় দেন।