হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় রূপচাঁদা নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

হোমনার পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাছ পিরানহা। অনেকটা রূপচাঁদার মতো দেখতে হওয়ায় এবং এই মাছ সম্পর্কে গ্রামের সাধারণ মানুষের ধারণা না থাকার সুযোগ নিয়ে প্রতারণা করে আসছেন অসাধু মাছ বিক্রেতারা। এই মাছ বিক্রি বন্ধে স্থানীয় প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
 
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজারসহ গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে রূপচাঁদা বলে বিক্রি করা হচ্ছে নিষিদ্ধ পিরানহা। নিষিদ্ধ এই মাছ কেন বিক্রি করেন জানতে চাইলে আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীমদ্দি জলিল চেয়ারম্যান বাড়ির সামনের সড়কের মাছ বিক্রেতা প্রদীপ দাস বলেন, ‘আমরা এই মাছ আড়ত থেকে কিনে আনছি। আড়ত থেকে বলা হয়েছে এটা অস্ট্রেলিয়ান রূপচাঁদা। এই মাছ নিষিদ্ধ জানি না।’ এই মাছ নিষিদ্ধ ও ক্ষতিকারক হলে আর বিক্রি করবেন না বলেও জানান তিনি।

পিরানহা মাছ কিনে প্রতারণার শিকার মো. আবুল বাশার বলেন, ‘রূপচাঁদা মাছ অত্যন্ত সুস্বাদু। আমি বিয়ের অনুষ্ঠানে খেয়েছি। এটা রূপচাঁদা মাছ শুনে পরিবারের সদস্যদের খাওয়ানোর জন্য আজ আড়াই শ টাকা কেজিতে এক কেজি  কিনলাম।’

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনুর মিয়া বলেন, পিরানহা রাক্ষুসে মাছ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ জন্য সরকার ও মৎস্য অধিদপ্তর ২০১৪ সালের জুন থেকে পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, বংশবৃদ্ধি, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করে। উপজেলায় যদি কেউ নিষিদ্ধ এই মাছ বিক্রি করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ