হোম > সারা দেশ > নোয়াখালী

খাল দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

নোয়াখালীর সুবর্ণচরে খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকার কৃষি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার গুরুত্বপূর্ণ মারদোনা খালটি দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে সম্প্রতি দেখা দেওয়া বন্যার চিত্র তুলে ধরে তাঁরা অভিযোগ করেন, খাল দখলমুক্ত না হওয়ায় বন্যার পানি সহজে সরতে পারছে না। যার ফলে এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বক্তারা অবিলম্বে চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন খালসহ মারদোনা খাল দখলমুক্ত করে এর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার