হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার   

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলা হবে। মাসব্যাপী চলবে এ মেলা। এতে দেশের ছাড়াও ভারত, থাইল্যান্ড ও ইরানের স্টল থাকবে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার নেতারা।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘১৯৯৩ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছি। মেলায় আমরা বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করেছি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপও তাদের পণ্যের প্রচার প্রসারে মেলায় প্যাভিলিয়ন সাজাবে।’

সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন লিখিত বক্তব্যে জানান, নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এবারের মেলায় তিনটি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল নিয়ে ৩০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল ও ১১টি ফুড স্টল থাকছে মেলায়।

মেলার শিশুদের বিনোদনের জন্য মাঠের দক্ষিণ পাশে বিনোদনকেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফোয়ারাসহ ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি খোলা প্লাজা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে প্লে থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়া ছাত্র-ছাত্রীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।   

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে আর্মড পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অপহরণ মামলায় বন্দী ৭ বছরের শিশুকে আদালতের আদেশে মুক্তি

আয়ে ২ কোটি টাকার গরমিল, সাবেক মন্ত্রীর এপিএস নুর খানের বিরুদ্ধে দুদকের মামলা