হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে আগুনে পুড়ে ছাই ১৫টি দোকান-ঘর

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩টি দোকান ও ২টি বসতঘর। বাঘমারা বাজারটির এক অংশ বান্দরবান সদর, অপর অংশ রোয়াংছড়ি উপজেলার অন্তর্ভুক্ত।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাজারের একটি চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের রোয়াংছড়ি স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রোয়াংছড়ি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ ছাড়া বান্দরবান সদর থেকেও একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনে বাজারের ১৩টি বিভিন্ন দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষ আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে। 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোমবার দিবাগত রাত ৩টার দিকে বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ১৫টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা হবে।’ 

স্থানীয় জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসিং শৈ মারমা জানান, সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে বাজারে আগুন লাগে। বাজারের পঞ্চানন দের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১৩টি দোকান ও ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ত্রাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত