হোম > সারা দেশ > চট্টগ্রাম

যৌন হেনস্তার অভিযোগ কুবি শিক্ষার্থীর

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ঐতিহ্যবাহী পোশাক পরিধানের জন্য বুলিং ও যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ বোধ করছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে দেওয়া অভিযোগপত্র থেকে বিষয়টি জানা যায়।

রেজিস্ট্রার বরাবর দেওয়া অভিযোগ পত্রে বলা হয়, ‘গত ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সাড়ে ৮টার সময় শহীদ মিনারে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমি-আমার এক বান্ধবী আর একজন সিনিয়র (ফটোগ্রাফার) ভাইয়া ছিলেন। সেখানে শহীদ মিনারের ওপরের দিকে শুধু আমরাই ছিলাম। ভাইয়া যখন আমাকে ছবি তুলে দিচ্ছিলেন, তখন শহীদ মিনারের নিচ থেকে কিছু সংখ্যক ছেলে আমাকে উদ্দেশ্য করে বডিশেমিং এবং আমার ঐতিহ্যগত পোশাককে হেয় করে ন্যক্কারজনক মন্তব্য করে। পরে জানতে পেরেছিলাম সেই সময় ইকোনমিকস ১৪ তম আবর্তন বনাম ১৭ তম আবর্তনের ম্যাচ ছিল। তাঁরা বাদে সেন্ট্রাল ফিল্ডে বাড়তি কাউকে দেখা যাই নাই। এই ঘটনার পর থেকে আমি এখনো মানসিকভাবে অসুস্থ।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা অভিযোগপত্রটি পেয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের সংশ্লিষ্ট কমিটিকে পাঠিয়ে দিয়েছি। তারা তদন্ত সাপেক্ষে আমাদের যা জানাবে আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।’

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে