হোম > সারা দেশ > কুমিল্লা

কুবির ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র, কমিটির আহ্বায়ককে শোকজ

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ভুল প্রশ্নপত্র প্রদানের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহকে ভর্তি কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে আজ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র প্রদান করা হয়। প্রথমে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি হলে বিতরণ করা হয়। পরীক্ষার অর্ধেক সময় পার হলে পরীক্ষার্থীরা দেখতে পান যে তাঁদের ভুল প্রশ্নপত্র প্রদান করা হয়েছে। পরবর্তীকালে সঠিক প্রশ্ন দিয়ে পুনরায় পরীক্ষাটি নেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য হায়দার আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সেটির দায়ে উনাকে (আহ্বায়ক) ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৫ কার্যদিবসের মধ্যে উনাকে এই ঘটনার কারণ জানানোর জন্য শোকজ করা হয়েছে।’

ইউনিটের দায়িত্বে নতুন কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। উনি ফলাফলসহ বাকি সকল কার্যক্রম সম্পন্ন করবেন।’

অব্যাহতির বিষয় জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই ধরনের কোনো লিখিত চিঠি এখনো পাইনি। লিখিত চিঠি পাওয়ার পরে মন্তব্য করতে পারব।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল