হোম > সারা দেশ > কুমিল্লা

কুবির ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র, কমিটির আহ্বায়ককে শোকজ

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ভুল প্রশ্নপত্র প্রদানের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহকে ভর্তি কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে আজ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র প্রদান করা হয়। প্রথমে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি হলে বিতরণ করা হয়। পরীক্ষার অর্ধেক সময় পার হলে পরীক্ষার্থীরা দেখতে পান যে তাঁদের ভুল প্রশ্নপত্র প্রদান করা হয়েছে। পরবর্তীকালে সঠিক প্রশ্ন দিয়ে পুনরায় পরীক্ষাটি নেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য হায়দার আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সেটির দায়ে উনাকে (আহ্বায়ক) ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৫ কার্যদিবসের মধ্যে উনাকে এই ঘটনার কারণ জানানোর জন্য শোকজ করা হয়েছে।’

ইউনিটের দায়িত্বে নতুন কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। উনি ফলাফলসহ বাকি সকল কার্যক্রম সম্পন্ন করবেন।’

অব্যাহতির বিষয় জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই ধরনের কোনো লিখিত চিঠি এখনো পাইনি। লিখিত চিঠি পাওয়ার পরে মন্তব্য করতে পারব।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার