হোম > সারা দেশ > কুমিল্লা

কুবির ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র, কমিটির আহ্বায়ককে শোকজ

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ভুল প্রশ্নপত্র প্রদানের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহকে ভর্তি কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে আজ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র প্রদান করা হয়। প্রথমে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি হলে বিতরণ করা হয়। পরীক্ষার অর্ধেক সময় পার হলে পরীক্ষার্থীরা দেখতে পান যে তাঁদের ভুল প্রশ্নপত্র প্রদান করা হয়েছে। পরবর্তীকালে সঠিক প্রশ্ন দিয়ে পুনরায় পরীক্ষাটি নেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য হায়দার আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সেটির দায়ে উনাকে (আহ্বায়ক) ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৫ কার্যদিবসের মধ্যে উনাকে এই ঘটনার কারণ জানানোর জন্য শোকজ করা হয়েছে।’

ইউনিটের দায়িত্বে নতুন কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। উনি ফলাফলসহ বাকি সকল কার্যক্রম সম্পন্ন করবেন।’

অব্যাহতির বিষয় জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই ধরনের কোনো লিখিত চিঠি এখনো পাইনি। লিখিত চিঠি পাওয়ার পরে মন্তব্য করতে পারব।’

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু