হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে পিকআপচাপায় ইউপি সদস্য নিহত

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বালুবাহী পিকআপচাপায় রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জুবাইর নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে রামুর কলেজ গেটের পশ্চিমে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জুবাইর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি রাজনীতি, সমাজসেবার পাশাপাশি ঠিকাদারি কাজেও সক্রিয় ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, চাপা দেওয়া গাড়িটির মালিক জসিম উদ্দিন রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সোহাগপাড়া এলাকার বাসিন্দা। চালক নাছির একই ইউনিয়নের মণ্ডলপাড়ার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী মোটরসাইকেল আরোহী জুবাইরকে পেছন দিক থেকে আসা বালুবাহী পিকআপ চাপা দেয়। এতে জুবাইরের মাথা ও শরীরের অধিকাংশ অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

নিহতের স্বজনেরা বলেন, দুর্ঘটনাটি রহস্যজনক। তাঁকে পরিকল্পিতভাবে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, রামু হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়নাল ও রামু থানার উপপরিদর্শক মো. মঞ্জু। তাঁরা বলেন, দুর্ঘটনার শিকার জুবাইরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম-৪ আসন: প্রার্থী ৯ জন, লড়াই দুজনের

চট্টগ্রাম বন্দর: সতর্কবার্তার পরও শ্রমিকের কর্মবিরতি

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন