হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে পিকআপচাপায় ইউপি সদস্য নিহত

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বালুবাহী পিকআপচাপায় রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জুবাইর নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে রামুর কলেজ গেটের পশ্চিমে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জুবাইর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি রাজনীতি, সমাজসেবার পাশাপাশি ঠিকাদারি কাজেও সক্রিয় ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, চাপা দেওয়া গাড়িটির মালিক জসিম উদ্দিন রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সোহাগপাড়া এলাকার বাসিন্দা। চালক নাছির একই ইউনিয়নের মণ্ডলপাড়ার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী মোটরসাইকেল আরোহী জুবাইরকে পেছন দিক থেকে আসা বালুবাহী পিকআপ চাপা দেয়। এতে জুবাইরের মাথা ও শরীরের অধিকাংশ অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

নিহতের স্বজনেরা বলেন, দুর্ঘটনাটি রহস্যজনক। তাঁকে পরিকল্পিতভাবে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, রামু হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়নাল ও রামু থানার উপপরিদর্শক মো. মঞ্জু। তাঁরা বলেন, দুর্ঘটনার শিকার জুবাইরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে