হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কাউন্সিলরের সঙ্গে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া হরিপদের শতবর্ষী মায়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেল। চলতি বছরের ২২ নভেম্বরের এ ঘটনায় তাঁর সহযোগী হরিপদ সাহাও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

হরিপদ সাহার শেষকৃত্যের সময়ও তাঁর মা শতবর্ষী রেনুবালা (১০৩) জানতেন না তাঁর ছেলে হরিপদ আর নেই। হরিপদ ছিলেন রেনু বালার দেখাশোনা করার একমাত্র অবলম্বন। আস্তে আস্তে রেনুবালা তাঁর ছেলে হরিপদের অভাব বুঝতে পারেন। পরে নিশ্চিত হলেন হরিপদ আর নেই। সেই পুত্র শোকে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া নিজ বাসস্থানে মারা যান হরিপদের মা রেনুবালা। নিহত হরিপদের বোন বুলু সাহা বিষয়টি জানান। 

তিনি বলেন, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরীর টিক্কারচর শ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। রেনুবালার ছয় মেয়ে ও এক ছেলে। হরিপদ ছিলেন সবার ছোট। পাঁচ মাস আগে হরিপদের স্ত্রী হৃদ্‌রোগে মারা যান। আর তাঁর মৃত্যুর শোকে তাঁর মা দুই সপ্তাহের মাথায় মারা যান। মায়ের সেবা-যত্ন নিঃসন্তান হরিপদই করতেন। 

শ্রী শ্রী লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার সাহা বলেন, হরিপদ তার মা রেনু বালার সকল দেখাশোনা করতেন। সে মারা যাওয়ার পর তাঁর বোনেরা স্বামীর বাড়ি থেকে এসে দেখাশোনা করত। তাঁরা ভালোভাবে সময় দিতে পারত না। 

নিহত হরিপদের বোন বুলু বলেন, কাউন্সিলর সোহেলকে যেদিন হত্যা করেছে সেই দিনই আমার ভাই হরিপদ নিহত হয়। আর আমার ভাইয়ের মৃত্যুর শোকেই আমার মাও মারা গিয়েছে।

প্রসঙ্গত, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু