হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কাউন্সিলরের সঙ্গে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া হরিপদের শতবর্ষী মায়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেল। চলতি বছরের ২২ নভেম্বরের এ ঘটনায় তাঁর সহযোগী হরিপদ সাহাও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

হরিপদ সাহার শেষকৃত্যের সময়ও তাঁর মা শতবর্ষী রেনুবালা (১০৩) জানতেন না তাঁর ছেলে হরিপদ আর নেই। হরিপদ ছিলেন রেনু বালার দেখাশোনা করার একমাত্র অবলম্বন। আস্তে আস্তে রেনুবালা তাঁর ছেলে হরিপদের অভাব বুঝতে পারেন। পরে নিশ্চিত হলেন হরিপদ আর নেই। সেই পুত্র শোকে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া নিজ বাসস্থানে মারা যান হরিপদের মা রেনুবালা। নিহত হরিপদের বোন বুলু সাহা বিষয়টি জানান। 

তিনি বলেন, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরীর টিক্কারচর শ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। রেনুবালার ছয় মেয়ে ও এক ছেলে। হরিপদ ছিলেন সবার ছোট। পাঁচ মাস আগে হরিপদের স্ত্রী হৃদ্‌রোগে মারা যান। আর তাঁর মৃত্যুর শোকে তাঁর মা দুই সপ্তাহের মাথায় মারা যান। মায়ের সেবা-যত্ন নিঃসন্তান হরিপদই করতেন। 

শ্রী শ্রী লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার সাহা বলেন, হরিপদ তার মা রেনু বালার সকল দেখাশোনা করতেন। সে মারা যাওয়ার পর তাঁর বোনেরা স্বামীর বাড়ি থেকে এসে দেখাশোনা করত। তাঁরা ভালোভাবে সময় দিতে পারত না। 

নিহত হরিপদের বোন বুলু বলেন, কাউন্সিলর সোহেলকে যেদিন হত্যা করেছে সেই দিনই আমার ভাই হরিপদ নিহত হয়। আর আমার ভাইয়ের মৃত্যুর শোকেই আমার মাও মারা গিয়েছে।

প্রসঙ্গত, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট