হোম > সারা দেশ > কুমিল্লা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সস তৈরি, জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামের বিসিক শিল্পনগরীর একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী কারখানায় অভিযান। ছবি: সংগৃহীত

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সস তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করছিল কুমিল্লার চৌদ্দগ্রামের বিসিক শিল্পনগরীর একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী কারখানা। আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদন ছাড়াই সস তৈরির বিষয়টি ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে আরেকটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলার বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদ, ইন্সপেক্টর আরিফ উদ্দিন প্রিয় ও চৌদ্দগ্রাম থানা-পুলিশের একটি দল।

সন্ধ্যায় জাকিয়া সরওয়ার লিমা জানান, চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীতে অভিযানে টিপানি কেমিক্যাল অ্যান্ড কনজ্যুমারের কারখানায় উৎপাদিত ভেজিটেবল সসে বিএসটিআইয়ের অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন ছাড়াই দীর্ঘদিন এই কারখানায় সস উৎপাদিত হচ্ছে। সস উৎপাদনে ব্যবহৃত রং খাওয়ার উপযোগী কি না, তার কোনো প্রমাণ কারখানা কর্তৃপক্ষ দেখাতে পারেনি। তিনি বলেন, বিসিক শিল্পনগরীর আলিফ ফুড বেকারি নামের অন্য একটি প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, কর্মচারীরা বিএসটিআইয়ের নির্দেশনা অমান্য করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছেন। এ ছাড়া খাবার উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না। খোলা অবস্থায় প্রস্তুত করা খাবার রাখা হয়েছে এবং সেখানে খাবারের ওপর ময়লা পড়ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, উল্লেখিত অপরাধগুলোর জন্য টিপানি কেমিক্যাল অ্যান্ড কনজ্যুমারকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আলিফ ফুড বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা