ফেনীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের মহিপাল এলাকায় এ ঘটনা ঘটেছে।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
আগুনে ফেনী-নোয়াখালী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের একটি বাস পুরে যায়।
এর আগে আজ রোববার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। মহাসড়কের সদর উপজেলার লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’