হোম > সারা দেশ > কুমিল্লা

ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত, স্থানীয়দের মহাসড়ক অবরোধ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ট্রাকের চাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ঘটনা ঘটে। এরপর সাদিয়ার মরদেহের খাটিয়াসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর রেখে টানা সাড়ে তিন ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা।এতে মহাসড়কের দুপাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সাত দিনের মধ্যে বিদ্যালয়ের সামনে ফুটওভারব্রীজ নির্মাণের প্রতিশ্রুতিতে বিকাল পৌঁনে ৩টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। অবরোধ তুলে নিলেও বিকেল পর্যন্ত যানজট চলছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত সাদিয়া আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইসহাকিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

আজ শনিবার বিদ্যালয় বন্ধ। প্রাইভেট পড়ে ফেরার পথে মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর বিক্ষুব্ধ জনতা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। পরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুর রহমান ও হাইওয়ে পুলিশ প্রায় তিন ঘন্টা চেষ্টার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সাত দিনের মধ্যে বিদ্যালয়ের সামনে ফুটওভারব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, ‘অবরোধ প্রত্যাহারের পর আমরা মরদেহের সঙ্গে স্কুলছাত্রীর বাড়ি যাই এবং মরদেহ দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা