হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদায় মরা দুই মা কাতল মাছ, এবার ডিমের পরিমাণ কমার শঙ্কা

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভাসতে থাকা দুটি মৃত মা কাতল মাছ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন হালদা নদীর কুমারখালী ঘাট এলাকা থেকে কাতল দুটি উদ্ধার করেন।

উদ্ধার করা একটি মাছের ওজন ১০ কেজি, অপরটি ১২ কেজি ৫০০ গ্রাম। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে হালদা নদীতে কাতল মাছ দুটি ভাসতে দেখে আশপাশের লোকজন তীরে তুলে আনেন। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন, ‘হালদা নদী থেকে উদ্ধার করা মা কাতল মাছ দুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।’ 

হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভাসতে থাকা মৃত মা কাতল মাছ দুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়। হালদা নদীতে প্রায় দুই বছর পরে কয়েক দিনের মধ্যে চারটি ব্রুড মাছ এবং একটি ডলফিনের মৃত্যু অবশ্যই অস্বাভাবিক ঘটনা। আরও হতাশাজনক বিষয়, বিগত ২০১৬ সালের পর হালদা নদীতে এ বছর সবচেয়ে কম পরিমাণ ডিম দিয়েছে।

তিনি আরও বলেন, ‘নদীর শাখা খালগুলোর দূষণের কারণে পরিবেশগত বিপর্যয় এবং বিষ প্রয়োগে মাছ মারার প্রবণতা বাড়া প্রাথমিকভাবে অন্যতম কারণ বলে মনে করি। তবে হালদা নদী রক্ষার জন্য বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই বিপর্যয় রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কারণ উদ্‌ঘাটনের দাবি জানাচ্ছি।’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০