হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে স্বামীকে বেঁধে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজন গ্রেপ্তার 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি আনোয়ার হোসেন রিয়াদ (২৮) ও জালাল উদ্দিন মিস্টারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন রিয়াদ উপজেলার মুছাপুর ইউনিয়নের একরামুল হকের ছেলে এবং জালাল উদ্দিন মিস্টার একই এলাকার আলা উদ্দিনের ছেলে।

সূত্রে জানা যায়, অভিযোগের পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মুছাপুর ইউনিয়নের সোনাগাজী সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক থাকা অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ জুন মুছাপুর রেগুলেটর এলাকায় ঘুরতে যান ওই নবদম্পতি। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি দেখিয়ে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে নবদম্পতিকে আটক করেন। পরে স্বামীকে মারধর করে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে নববধূকে বন বিভাগের বাগানে নিয়ে যান এবং জাহাঙ্গীর ও রিয়াদ তাঁকে ধর্ষণ করেন। ওই সময় গৃহবধূর স্বামীকে পাহারা দেয় জালাল। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় গত রোববার দুপুরে তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নববধূর স্বামী।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা