চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে দিনমজুর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ রায় দেন।
আসামি আলেক শাহ (৩২) ঘটনার পর থেকে কারাগারে আছেন ৷ তাঁর উপস্থিতিতে আদালত এ রায় দেন। আসামি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শন্তু মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম নগরেরর ইপিজেড ওয়াসা গলির আম্বিয়া ভবনের বাসিন্দা।
মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এ রায় দিয়েছেন।’
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে পোশাককর্মী আশামনির সঙ্গে আলেক শাহের বিয়ে হয়। তাদের ৭ বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে আশামণিকে (২৫) হত্যা করে আসামি। এ ঘটনায় নিহতের বাবা লুৎফর নগরীর ইপিজেড থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের ৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। পরের বছর ১২ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালতে আসামিপক্ষে একজনসহ ১২ জন সাক্ষ্য দেন।